UsharAlo logo
শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার নিয়ন্ত্রণে সহসাই আসবে না: অর্থ উপদেষ্টা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সহসাই বাজার নিয়ন্ত্রণে আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সহসাই বাজার নিয়ন্ত্রণে আসবে না, সময় লাগবে। তবে সরকার, সার, চাল, গম আমদানি করছে। এগুলোর প্রভাব বাজারে পড়বে।

আজ বুধবার (১৩ নভেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এখন রিজার্ভ ভালো আছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি নিয়ে সরকার কোনো চাপে নেই। প্রকল্প নিয়ে বিগত সরকারের পাওনা অনেকটা পরিশোধ হয়েছে। ধীরে ধীরে বাকিটাও পরিশোধ হবে।

নতুন বছরের বই বিতরণ নিয়ে তিনি বলেন, আগামী জানুয়ারি মাসের প্রথম দিকেই ষষ্ঠ, সপ্তম, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের নতুন বই দেওয়া হবে। বাকিগুলো নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।