ঊষার আলো ডেস্কঃ স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ঘোষিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (৪ জুন) বিকালে আনন্দ মিছিলটি শহীদ হাদিস পার্কের সামনে থেকে শুরু হয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের সহ উপস্থিত ছিলেন ফারুক হোসেন, মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, কুমারেশ মন্ডল, এস এম আসাদুজ্জামান নূর, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান, আবু সালেহ বাবু, শেখ মাহমুদুন্নবী মিল্টন, সুরজিৎ মন্ডল, মোঃ ওহিদুজ্জামান, মোঃ আবু সাঈদ খান, গাজী কামরুল ইসলাম, জাফর ইসলাম শান্ত, মোঃ সিরাজুল ইসলাম, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, মোঃ রফিকুল ইসলাম রুবেল, আব্দুল হাসান পলাশ, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, খান জাহিদুল ইসলাম, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, চঞ্চল কুমার রায়, মোঃ হুমায়ুন কবির, রাজীব দাস টাল্টু, মোঃ মাকসুদুল আলম মামুন, হামিম কবির রুবেল, সোহেল আহমেদ লিটন, সজল সেন, সোহাগ জমাদ্দার, মোহাম্মদ রুবেল সানা, মোঃ দবির মোল্লা, আনিস ফকির প্রমুখ।