UsharAlo logo
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বানরগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ার্কসপ মিস্ত্রির মৃত্যু

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ার্কসপ মিস্ত্রি মো: ফাহিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে নগরীর ৫ নম্বর কাশেম সড়ক এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের পুত্র।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে বানরগাতী এলাকায় জনৈক গনেশ এর বাড়িতে কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়৷ নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খুমেক হাসপাতালের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতী মেটোপোল গণেশ সাহেবের চতুর্থ তলা ভবনের ছাঁদে বিল্ডিং এর কাজের জিনিসপত্র নামানোর সময় শরীরের সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাঁদে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে । এ সংক্রান্তে সোনাডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে ।

ঊআ/বিএস