UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ

koushikkln
জুলাই ১৬, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার দিনভর স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম উপজেলার সলিয়াবাকপুর,চাখার,বাইশারী ও বিশারকান্দি ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এ ভিজিএফ’র চাল বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।