রাবানারীপাড়া(বরিশাল)প্রতিনি
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ৩ কোটি ২৯ লাখ ১২ হাজার ৪১৪ টাকার প্রাক্কলিত ব্যয়ে বানারীপাড়ার বিভিন্ন ইউনিয়নে ৪ গ্রুপে ৪ টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের জন্য মোট ১০৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন। ফলে ঠিকাদার নির্বাচন করার জন্য লটারীর আয়োজন করা হয়। বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান এ লটারী পরিচালনা করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন। লটারীর মাধ্যমে বানারীপাড়ার মেসার্স এনাম এন্টারপ্রাইজ ১ নম্বর গ্রপ ও মেসার্স রুমা এন্টারপ্রাইজ ২ নম্বর গ্রুপ, উজিরপুরের মেসার্স ফেরদৌসি কন্সট্রাকশন ৩ নম্বর গ্রুপ ও বরিশালের মেসার্স দেশ বিল্ডার্স ৪ নম্বর গ্রুপের কাজ পান। এদিকে লটারীর মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ঠিকাদার নির্বাচন করায় অংশগ্রহণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো সন্তোষ প্রকাশ করেছেন।