UsharAlo logo
রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে বিশেষ সভা 

koushikkln
জুলাই ২০, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী, উপজেলা প্রকৌশলী  হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, চাখারের  ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।