UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়া বন্দর মডেল স্কুলে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

pial
ডিসেম্বর ২২, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি : জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় স্কুল মাঠে বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শামিম আহসান,আসাদুজ্জামান ও হোসেনেআরা ভানু,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একে এম মজিবুর রহমান বাবুল,সোনালী ব্যাংকের বানারীপাড়া শাখা ব্যবস্থাপক সাব্বির মাহমুদ,উত্তরপাড় আড়ৎদার পট্টী শাখা ব্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আলম ঢালী,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুসনুল বেদারী,সহকারি শিক্ষক নাসিমা খানম,মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.সালাম, মধ্য আউয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,পশ্চিম জিরারকাঠি নিরালা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল,বিদায়ী শিক্ষার্থী তালহা জুবাইরা,আনজুম মালিয়াত,সুমনা সুলতানা প্রমুখ। মানপ্রত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী অস্মি ঘরামী।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,দান্ডয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত টিউলিপ,রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা পারভীন,বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লাকি বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মেহেদী হাসান,সাইফুল ইসলাম,আমিনুল ইসলাম প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)