ঊষার আলো ডেস্ক : বাম গণতান্ত্রিক জোট আহুত জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহণ ভাড়া কমানোর দাবিতে ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার সারা দেশে অর্ধ-দিবস (৬টা-১২টা) হরতাল সফল করার লক্ষে সোমবার (২২ আগস্ট) বিকেল ৫টায় বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীর থানা মোড়, সোনাপট্টি, ক্লে রোড, পুরাতন রেল স্টেশন মোড়, নতুন রেল স্টেশন চত্বর, ফেরীঘাট মোড়, খানজাহান আলী রোড, ফুল মার্কেট, সিমেট্রি রোড ও ধর্মসভা মোড়ে পথসভা, প্রচারপত্র বিলি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
জোটের খুলনা জেলা কমিটির সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খানের নেতৃত্বে পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, জেলা সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজি দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, সিপিবি মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, বাসদ খুলনা জেলা সদস্য আব্দুল করিম, সনজিত ম-ল, সিপিবি খুলনা মহানগর নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, এস এম চন্দন, গাজী আফজাল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, আফজাল হোসেন রাজু, ধীমান বিশ্বাস, সাইদুর রহমান বাবু প্রমুখ।
পথসভায় নেতৃবৃন্দ বলেন, সরকার অযৌক্তিভাবে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, বিপিসি’র লোকসান, ভর্তুকী দিতে সরকারের অক্ষমতা এবং তেল পাচারের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখন ২০১২ সালের পর্যায় নেমেছে। বিদ্যুৎ ব্যবসায়ীদেরকে ভর্তুকী দিয়ে বাড়তি দামের বোঝা জনগণের উপর চাপানো হচ্ছে। এলএনজি-এলপিজি ব্যবসায়ীদের স্বার্থে গত ৭/৮ বছর ধরে দেশের গ্যাসক্ষেত্রসমূহ থেকে গ্যাস উৎপাদন কমিয়ে দেয়ায় আমাদের জ্বালানি খাত বর্তমানে বিদেশনির্ভর হয়ে পড়েছে। ইউরিয়া সারের দাম প্রতি কেজি ৬ টাকা বৃদ্ধি ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকরা ফসল উৎপাদনে বাড়তি ব্যয়ের বোঝায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেলের দাম বৃদ্ধির অজুহাতে পরিবহন মালিকরা অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি করেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি বাড়ি ভাড়া ও পরিবহন ভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। অথচ মধ্যবিত্তসহ শ্রমজীবী মানুষের মজুরী বৃদ্ধি পায়নি। তাই আগামী ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।