UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বারাকপুর ইউপি : চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনছার শেখের মনোনয়ন জমা

koushikkln
অক্টোবর ৬, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি: দিঘলিয়ার উপজেলার ০২ নং বারাকপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ও বারাকপুর বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আনছার শেখ মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসার ও বারাকপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ বজলুর রশিদ (অঃ দাঃ) জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ০২ নভেম্বর বারাকপুর ইউনিয়ন পরিষদ এর উপ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তপশীল অনুযায়ী বৃহস্পতিবার (০৬ অক্টোবর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিলো । ১০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। আর ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

উল্লেখ্য, গত ১২ জুন সন্ত্রাসী হামলার শিকার হন বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেন। ৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যার কারণে নির্বাচন কমিশন বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি বারাকপুর বাজার কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগে থেকেই ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকান্ড জড়িত ছিলেন আনছার শেখ। গত বছর ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বারাকপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে ৯৮৮ ভোটের ব্যবধানে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী জাকির হোসেনের কাছে পরাজিত হন। উক্ত নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ৫ হাজার ৯১৫ ভোট পেয়েছিলেন। বিজয়ী গাজী জাকির হোসেন নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৯১৫ ভোট পেয়েছিলেন। যদিও ভোটের দিন ভোট কেন্দ্রে ব্যাপক সহিসংসতা বোমাবাজি ও আনছার শেখের সমার্থকদের বসতবাড়িতে হামলার অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী আনছার শেখ।