UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস্তবজীবনের মৎস্যকন্যা ‘নাওমি ট্রট’

pial
মে ২৯, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ছোটবেলা থেকে সবাই শুনে এসেছে মৎস্যকন্যার কথা। মৎস্যকন্যা নিয়ে কত শত কল্পকাহিনি। শিশুদের মনে স্বপ্নের বর্ণিল ঢেউ তুলে দেয় এই মৎস্যকন্যা। যদিও এসব শুধুই গল্প, তবে এবার বাস্তবজীবনের মৎস্যকন্যার খোঁজ পাওয়া গেছে ব্রিটেনে।

নাওমি ট্রট নাম তার । এ নারী পানির নীচে ৪ মিনিট পর্যন্ত থাকতে পারেন। তবে সেটা একদিনে সম্ভব হয়নি। দীর্ঘদিন ট্রেনিংয়ের পর তিনি এটা করতে পেরেছেন। দেশটির ব্রিস্টল নগরীতে বসবাস নাওমির। ৩৪ বছরের এই তরুণী পেশায় একজন আর্কিওলজিস্ট।

পেশায় আর্কিওলজিস্ট হলেও নাওমি নেশায় মৎস্যকন্যা। সপ্তাহের শুক্রবার-রবিবার পর্যন্ত মৎস্যকন্যা হিসেবে পারফর্ম করেন তিনি। বাকি দিনগুলোতে চাকরি করেন। তবে তিন দিন মৎস্যকন্যা হয়ে বাচ্চাদের আনন্দ দেন নাওমি। পানিতে মৎস্যকন্যার সাজে অন্য জলজ প্রাণীদের সাথেও সাঁতার কাটেন তিনি।

২০১৯ সাল থেকে মৎস্যকন্যা হিসেবে পারফর্ম করে আসছেন নাওমি ট্রট । প্রতি শিফটে সাধারণত ২০ মিনিট পারফর্ম করেন তিনি।

সূত্র: মিরর অনলাইন

(ঊষার আলো-এসএইস)