UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়িতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

usharalodesk
আগস্ট ৯, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলায় স্কুল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৮ আগস্ট) বগুড়ায় আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী কসাইপাড়া গ্রামস্থ বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে গত ৮ জুন দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর। একইভাবে গত রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরকে আটক করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।কিশোরীর মা বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনেই অন্যের বাড়িতে কাজ করেন, সেই টাকা দিয়েই সংসার চালান। তারা বাড়িতে না থাকার সুযোগে ওই কিশোর তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার দুপুরেই বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত কিশোরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ