UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কারণেই পরিবহন ধর্মঘট হচ্ছে : রেলমন্ত্রী

pial
নভেম্বর ১৯, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপির কারণেই পরিবহন ধর্মঘট হচ্ছে উল্লেখ করে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করে থাকে। মানুষকে বিভক্ত করে তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে। পরিবহন শ্রমিকেরা তাদের সন্ত্রাসের শিকার হয়েছিল, পরিবহন শ্রমিকদের তারা পুড়িয়ে মেরেছিল ও তাদের গাড়িঘোড়া জ্বালিয়ে দিয়েছিল। সেজন্যই আজকে যেখানেই বিএনপি সমাবেশ করে শ্রমিকরা সেখানেই ধর্মঘটের ডাক দেয়।’

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভায় ৫৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী জানান, ‘আবারও সেই সন্ত্রাসীবাহিনী, যাদের পৃষ্ঠপোষক হলো বিএনপি ও তারা আবার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে।’
সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বোদা পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা। তাতে আরও বক্তব্য দেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নিশিখা আশা প্রমুখ।

এর আগে উদ্বোধন শেষে ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন মন্ত্রী।

(ঊষার আলো-এফএসপি)