UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

ঊষার আলো রিপোর্ট
মার্চ ৩০, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের জন্য এবারের ঈদটা অন্যরকম কাটবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার পরিবারের সঙ্গে ঈদ করবেন দীর্ঘ সাড়ে ১৫ বছর পর। নির্বাচনি আমেজে থাকা দলটির নেতাকর্মীরাও উজ্জীবিত। বিগত দেড় দশকের মধ্যে এই প্রথম স্বাধীন তথা উন্মুক্ত পরিবেশে ঈদ করছেন দলটির নেতা। এবার নেই কোনো গ্রেফতার আতঙ্ক, নেই কোনো শঙ্কা। বিগত ১৫ বছর যা ছিল চিরাচরিত দৃশ্য।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সিনিয়র নেতারা ঢাকায় এবং মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন নেতারা। ঈদে গ্রামে জনসংযোগের কাজ কিছুটা এগিয়ে নিতে চান তারা।

মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা জানাতে যাবেন। এর আগে ঈদের দিন সকালে তিনি দলের স্থায়ী কমিটির নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থায়ী কমিটির সদস্যরা কে কোথায় ঈদ করবেন

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ ঢাকায় ঈদ করবেন। এর মধ্যে সালাহউদ্দিন আহমেদের নিজ এলাকা কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও এজেডএম জাহিদ হোসেন ঈদ করবেন লন্ডনে। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঈদ করবেন ঢাকায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকত উল্লাহ বুলু নোয়াখালী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকায় এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নিজ এলাকায় ঈদ করবেন।

যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ ও আব্দুস সালাম আজাদ মুন্সিগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরের নিজ নির্বাচনী এলাকায়, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনার নিজ নির্বাচনী এলাকায় ও সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম সিরাজগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক, বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নাটোরে নিজ নির্বাচনী এলাকায় থাকবেন। বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন।

কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল নিজ এলাকা জামালপুরের মেলান্দহে ঈদ করবেন। নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ নিজ এলাকা বরিশালে আছেন, ঈদের দিন ঢাকায় থাকবেন। সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বিদেশে রয়েছেন, প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকায় ঈদ করবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান ঢাকার নিজ এলাকায় ঈদ করবেন। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভির আহমেদ রবিনও থাকবেন ঢাকায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দেড় যুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’

ঊষার আলো-এসএ