ঊষার আলো ডেস্ক : মঙ্গলবার (২২ নভেম্বর) খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের পুন: নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ।
এসময়ে শেখ হারুন বলেন, বিগত দিনে বিএনপি-জামাত এদেশে আন্দলনের নামে যে গুম,খুন,আগুন সন্ত্রাস করেছেন সেটা আপনারা সবাই জানেন। বিগত দিনে বিএনপির সকল ষড়যন্ত্রে¿র জবাব বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে দিয়েছেন। ৭১এর সেই পরাজিত শক্তি নতুন করে আন্দলনের নামে যে ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেটা এদেশে কোন দিন সম্ভব হবে । এদেশের মানুষ ২০০১-২০০৫ সাল দেখেছে বিএনপি-জামাতের লুট,গুম,হামলা,মামলা,সন্ত্রাস দেখেছে।তাই বিএনপি-জামাত যদি আন্দোলনের নামে নতুন করে কোন ষড়যন্ত্রের নেশায় মেতে ওঠে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।
সভায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারির সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল,এ্যাড. নিমাই চন্দ্র রায়,রফিকুর রহমান রিপন যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড.ফরিদ আহম্মেদ, এ্যাড.নবকুমার চক্রবতী, জোবায়ের আহম্মেদ খান জবা, মোকলেছুর রহমান বাবলু, কাজী শামিম আহসান, রফিকুল ইসলাম লাবু, মোল্লা মোজ্জাফার হোসেন, মো: খাইরুল আলম, পাপিয়া সরোয়ার শিউলী, আমিয় অধিকারি, জামিল খান, নিতিশ রঞ্জন মিস্ত্রি, মানিকুজ্জামান অশোক, শেখ মো: আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, দেব দুলাল বাড়ই বাপ্পি, পারভেজ হাওলাদার, মাহফুজুর রহমান সোহাগ, তানভীর রহমান আকাশ, চিশতী নাজমুল বাশার স¤্রাট, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।