UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 বিএনপি জামায়াত জোটকে প্রতিহত করতে মাঠ ছাড়বে না বঙ্গবন্ধুর সৈনিকেরা : হারুনুর রশীদ.

koushikkln
আগস্ট ১৭, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বুধবার বিকাল ৫টায় জেলার দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

সভাপতি তার বক্তব্যে বলেন, ২০০৫ সালে বিএনপি জামায়াত জোট দেশে যে সিরিজ বোমা হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিলো আমরা তার নিন্দা জানাই। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট আবারও দেশে একটি অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। আমরা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশবাসীকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়াবো ইনশাআল্লাহ। যে কোন মূল্যে বিএনপি জামায়াত জোটকে প্রতিহত করতে মাঠ ছাড়বে না বঙ্গবন্ধুর সৈনিকেরা।

আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যথাক্রমে কাজী বাদশা মিয়া, বিএমএ ছালাম, রফিকুর রহমান রিপন, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, জোবায়ের আহম্মেদ খান জবা, এমএ রিয়াজ কচি, নব কুমার চক্রবর্তী, শ্রীমন্ত অধিকারী রাহুল, শেখ মো. রকিকুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, শেখ রাশেদুল ইসলাম রাসেল, মোজাফফর মোল্যা, খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, আশরাফুজ্জামান বাবুল, মোঃ মানিকুজ্জামান অশোক, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, অজিত বিশ্বাস, মোঃ রকিব উদ্দিন, দেব দুলাল বাড়ই বাপ্পি, মোল্যা কামরুল, মোঃ আসাদুজ্জামান কচি, কাজি আজাদুর রহমান হিরক, বাসুদেব রায় চৌধুরী, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, রেহেনা আফরোজ শোভা, মাহফুজুর রহমান সোহাগ, রেজাউল করিম রেজা, আবু আহাদ হাফিজ বাবু, বিধান রায়, দ্বিপ পান্ডে, শহিদুল ইসলাম, সবুর সিকদার, কামরুল গাজী, মোঃ সোহেল হোসেন, তানভির আকাশ, আমিকুজ্জামান তানভির, নাজিব, চিশতী নাজমুল, রেজয়ান ইমন, আব্দুল মান্নান খান মনা, পলাশ রায়, খাইরুল বাশার, তুলি, রুনা, শিউলী, শান্তা, লাবনী, জেরিন, হিরন শিকদার, সাইফুল ইসলাম সাইফ, জামাল ফকির, মইন প্রমুখ।