ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাসে সব চেয়ে বড় ঘটনা হলো ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা। স্বাধীন বাংলাদেশকে একটি অকার্যকর ও মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তৎকালীন বিএনপি জামায়ত সরকারের মদতপুষ্টু জামাআতুল মুজাহিদ (জেএমবি) দেশের ৬৩ জেলায় একযোগে এ সিরিজ বোমা হামলা করে। তাদের হামলা থেকে বাদ যায়নি সুপ্রিম কোর্ট, জেলা আদালত, জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব সহ সরকারী ও আধা সরকারী বিভিন্ন দপ্তর ও স্থাপনা। তিনি আরও বলেন বাংলাদেশ কে জঙ্গীবাদের অভয়াশ্রমে পরিণত করেছিলো তৎকালীন বিএনপি জামায়ত সরকার। এমন ভয়াবহ হামলার পরও তৎকালীন সরকার তেমন কোন কার্যকরী পদক্ষে গ্রহণ করেনি। উপরন্তু তারেক জিয়াসহ তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী এটাকে সরাসরি পৃষ্টপোষকতা করেছে, জঙ্গীদের বাঁচাতে সহযোগিতা করেছে। তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী জঙ্গীবাদকে মিডিয়ার সৃষ্টি হিসেবে উপহাস করেছিলো। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গীবাদের শিকড়কে উপড়ে ফেলতে সক্ষম হয়েছে। জিরো টলারেন্স নীতিগ্রহণ করে বাংলাদেশকে জঙ্গীবাদমুক্ত ও সন্ত্রাসবাদমুক্ত রাষ্ট্রে পরিণত করতে সাহসী ভুমিকা রেখে চলেছে জননেত্রী শেখ হাসিনার সরকার। তিনি আও বলেন জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সরকারের পাশাপাশি আমাদের সাংগঠনিক ভাবে এগিয়ে আসতে হবে তাহলে ৭১ ও ৭৫ পরাজিত শক্তি এদেশেকে আর কখনো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পারবে না।