মাত্র ১৫ দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনটির সংস্কার কাজ শেষ হয়েছে। মূল ভবনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল কাজ দ্রুত ও দক্ষতার সাথে সম্পন্ন করা হয়েছে, যা অনেকের কাছে এক বিস্ময়কর অর্জন হিসেবে পরিগণিত হচ্ছে।
এক পলকে ভবনটির নতুন চেহারা দেখে অনেকেই মনে করছেন, এটি আর কোনো সাধারণ আদালত ভবন নয়, বরং যেন এক রাজ প্রাসাদ। এর আগে এই ভবনটি ছিল অত্যন্ত জরাজীর্ণ, এবং এই দ্রুত সংস্কারের ফলে এখন এটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি আদালত ভবনে পরিণত হয়েছে।
ভবনের সংস্কারের কাজটি উদ্বোধন করা হয়েছিল জুলাই মাসে এবং এই কাজটি শুধু দেশের নয়, আন্তর্জাতিক মানের আদালত হিসেবে ট্রাইব্যুনালকে এক নতুন রূপ দিয়েছে।
এদিকে, আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের হাজির করা হবে তাদের মধ্যে সবাই আওয়ামী আমলের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। আগামীকাল ট্রাইব্যুনালে হাজির হবেন যারা-
আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, তৌফিক এলাহী, দিপু মনি, সালমান এফ রহমান, ড. আবদুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর আলম (সাবেক স্বরাষ্ট্র সচিব) ও হাসানুল হক ইনু।
তারা ছাত্র আন্দোলনে বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত।