নগরীর খালিশপুরস্থ প্লাটিনাম অফিসার্স ক্লাবে বিজেএমসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আঞ্চলিক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন ডিপ্লোমা প্রকৌশলী সমিতি খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি প্রকৌশলী কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাঈমুর রহমান আশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি খুলনা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী সেলিমুল আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক ও খুলনা জেলা আইডিবির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাজমুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রকৌশলী হায়দার আলী, ডিইএব খুলনা জেলা সভাপতি ও খুলনা জেলা আইডিবির ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রকৌশলী মাসুম মাহমুদ সাধারণ সম্পাদক ও খুলনা জেলা আইডিবি র যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী শাহীন উদ্দিন সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সা: সম্পাদক তিতুমীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি প্রকৌশলী ওয়াহিদুর রহমান প্রকৌশলী অহিদুজ্জামান সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী শফিকুল ইসলাম প্রকৌশলী শহিদুল ইসলাম পাহালান সাংগঠনিক সম্পাদক মহিবুব উল ইসলাম মামুন সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম অর্থ সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব শাকিল সহ অর্থ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন দপ্তর সম্পাদক প্রকৌশলী ওবায়দুর রহমান সহ দপ্তর সম্পাদক প্রকৌশলী শাহানেওয়াজ শাহিন প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন রাজা সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মাসিদুর ইসলাম ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মোরশেদ আকন্দ সহ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুল কাদের সহসকল স্তরের সদস্য প্রকৌশলীবৃন্দ। বক্তৃতাকালে নেতৃবৃন্দ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হায়াতের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বিজেএমসি ডিপ্লোমা প্রকৌশলীসহ সকল কর্মকর্তাদের অনতিবিলম্বে পেশাগত সমস্যার সমাধানকল্পে দ্রুত সময়ের মধ্যে আত্তীকরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।