মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা : খুলনা ৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা হচ্ছে অসংখ্য গুণি ব্যক্তিদের তীর্থ স্থান। জগৎদ্বীখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়, সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক, পীর জাফর আউলিয়া, বিনোদ বিহারী সাধু, দানবীর মেহের মুসুল্লী, আলম শাহ ফকির সহ বহুগুণিজনদের জন্য অত্র এলাকা সমৃদ্ধ। এখানকার ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদধূলিতে ধন্য হয়েছে অত্র এলাকা। এসব গুণি ব্যক্তিদের মধ্যে বিজ্ঞানী পিসি রায় ছিলেন অন্যতম। বিশ^ বরেণ্য বিজ্ঞানী শুধু অত্র এলাকা কিংবা বাংলাদেশ নয়, সারা বিশে^র গর্ব বিজ্ঞানী পিসি রায়। এমপি বাবু বলেন, বিজ্ঞানী পিসি রায়ের জীবন আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। পিসি রায়ের জন্মস্থানকে ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে বিশ^ দরবারে অত্র এলাকার পরিচিতি বাড়বে। সৃষ্টি হবে নানা ধরণের কর্মসংস্থান। দূর হরে বেকারত্ব। তিনি বলেন, বিজ্ঞানী পিসি রায়ের এবারের জন্মবার্ষিকীর অনুষ্ঠান অতিতের যে কোন সময়ের চেয়ে বড় পরিসরে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে। অনুষ্ঠানে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি প্রধান অতিথি থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিজ্ঞানীর কর্মময় জীবনের বিভিন্নদিক তুলে ধরে নান্দনিক সাজে সাজানো হবে বিজ্ঞানীর জন্মস্থান সহ আশপাশ এলাকা।
বিজ্ঞানী পিসি রায়ের জীবন আদর্শ নতুন প্রজন্মের মাঝে
ছড়িয়ে দিতে হবে : এমপি বাবু
তিনি শুক্রবার (২২ জুলাই) বিকালে আগামী ২ আগস্ট বিজ্ঞানী পিসি রায়ের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপন ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছার রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল মিলনায়তনে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিয়াউর রহমান জুয়েল, শাহনেওয়াজ শিকারী, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ^াস, বিমল পাল, রমজান সরদার, প্রধান শিক্ষক গৌতম রায়, জেলা যুবলীগনেতা শামীম সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।