UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিত্তবান ব্যক্তিরা সমাজের অসহায় মানুষদের পাশে দাড়ান: এমপি সালাম মূর্শেদী

koushikkln
আগস্ট ১৭, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী শোকাবহ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলার হতদরিদ্র অসহায় ভূমিহীন মানুষের ভাগ্য পরিবর্তনের। জাতির পিতার অকাল প্রয়াণের ফলে জাতির পিতার রেখে যাওয়া স্বপ্ন ও আদর্শ পূরণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অসহায় ও ভূমিহীন মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য সমাজের প্রত্যেক বিত্তবান মানুষের উচিত সমাজের অসহায় ভূমিহীন মানুষদের পাশে দাঁড়ানো।

উপজেলা প্রশাসন আয়োজিত এবং মেসার্স হাজী এন্ড সন্স এর বাস্তবায়নে বুধবার (১৭ আগস্ট) সকাল এগারোটার সময় উপজেলা পরিষদের হলরুমে মুজিব শত বর্ষ উপলক্ষে খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপির নিজস্ব অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ কাজের চেক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলি বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান ,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, এলজিইডি প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, সহকারী প্রোগ্রামার লিডম পল বালা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুর রাজ্জাক রাজা, সাচিয়াদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনাদি কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক অনাদি কুমার মজুমদার সহ সামাজিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।