UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিনা খরচে জাপানে চাকরি পেলেন খুলনা টিটিসির ২১ জন

ঊষার আলো
জানুয়ারি ৭, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে ২১ জন প্রশিক্ষণ গ্রহণকারী বিনা খরচে জাপানে চাকুরির সুযোগ পেলেন। জাপানের মি: হোতার নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি খুলনার তেলিগাতিস্থ খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসেন এবং অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষিত জনবলের শারীরিক, মানসিক ও লিখিত পরীক্ষা গ্রহণ করেন।

চূড়ান্ত পর্যায়ে মোট ২১ জন কৃতকার্য হয় এবং ২১ জন জাপানে সরাসরি চাকরির সুযোগ পাবেন। অত্র প্রতিষ্ঠান থেকে এককভাবে ২১ জন জাপানিজদের তত্বাবধায়নে চাকুরির পরীক্ষায় পাশ করায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের সকল প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও কর্মকর্তাবৃন্দ গর্বিত।

উল্লেখ্য, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরোর অধীন অত্র প্রতিষ্ঠান যোগ্য জনবল তৈরির জন্য প্রশিক্ষণ দিয়ে আসছে।