UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

‘বিপ্লবের মুখে পালালে পদত্যাগ করা না করা কোনো বিষয় নয়’

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন বলেছেন, অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর কোনো আইনি ভিত্তি নেই। পৃথিবীর বিভিন্ন দেশেও বিপ্লবের মুখে এভাবেই দেশ ছাড়ার নজির আছে। এখানে পদত্যাগ করা না করা কোনো মুখ্য বিষয় নয়।

সোমবার (২১) তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে প্রমাণ করেছেন তিনি অবৈধভাবে ক্ষমতায় ছিলেন।

শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই–রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পর বিষয়টি নতুন করে সামনে এসেছে।

সম্প্রতি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাষ্ট্রপতি।