ঊষার আলো ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যে বৃদ্ধি, দুর্ণীতি-দু:শাসন, গুম-খুন, বিচার বহির্ভুত হত্যাকাÐ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে খুলনা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলয়তানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ ইলেক্টোনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ক্যামেরাপারসন ও ফটো সাংবাদিকদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।