UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানে ঘাসফড়িংয়ের নাস্তা বিক্রি!

usharalodesk
ডিসেম্বর ২, ২০২১ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উগান্ডার জাতীয় বিমান সংস্থার এক ফ্লাইটে ঘাসফড়িংয়ের নাস্তা বিক্রি করার দায়ে কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের ফ্লাইটের সময় হালকা খাবার হিসেবে লোকদের ঘাসফড়িং বিক্রি করা নিষিদ্ধ করেছে। প্রসঙ্গত, উগান্ডায় হালকা নাস্তা হিসেবে ‘ঘাসফড়িং’ ব্যাপক জনপ্রিয় এক খাবার।

এই ব্যাপারে উগান্ডা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এনসেনেনে নামে এ জনপ্রিয় খাদ্য বিক্রি ‘এই বিমান সংস্থার চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

বিমান সংস্থাটি বলে, বিমানের মধ্যে এই ধরনের ফড়িং-এর স্ন্যাক্স বিক্রির সময় কিছু যাত্রী ‘উত্তেজিত এবং উচ্ছৃঙ্খল’ হয়ে ওঠেন,
তার কারণ এখন এই ঘাসফড়িং-এর ঋতু নয়।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, ফ্লাইটের সময় একজন লোক যাত্রীদের মধ্যে ঘাসফড়িং বিক্রি করছেন। উগান্ডা এয়ারলাইন্স বলেছে, এই সময়ে ঘাসফড়িং বেশ দুষ্প্রাপ্য। যার ফলে অসময়ে জনপ্রিয় ও মুখরোচক এই ঘাসফড়িংএর নাস্তা দেখে যাত্রীরা অনেক উত্তেজিত হয়ে উঠেছিলেন।

অন্যদিকে দুবাই গামী ওই ফ্লাইটে ঘাসফড়িং-এর খাবার বিক্রি করায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানে বিশৃঙ্খলামূলক আচরণের অভিযোগ আনা হবে বলে জানায় দেশটির পুলিশ।

(ঊষার আলো-এফএসপি)