UsharAlo logo
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইসলামী আন্দোলন খুলনা সদর থানার ইফতার

ঊষার আলো ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

সোমবার ১৬ রমজান (১৭ মার্চ) বিকাল ৪ টায় নগরীর স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্টে সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গের সম্মানে  ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর  থানার ইফতার মাহফিল থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ফেরদৌস গাজী সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দেছ মাওলানা মাহফুজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সদর থানার সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবির, জামায়াত ইসলাম বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, জেলা বিএনপি’র জনি, নিসচা খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মোঃ নাসির আহমে খেলাফত মজলিসের মাওলানা ওয়াহিদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোহাম্মদ আক্কাস আলী, ইঞ্জিনিয়ার হায়দার আলী, ইসলামী যুব আন্দোলনের আব্দুর রশিদ মমিনুল ইসলাম নাসিব ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মোহাম্মদ মাহাদি হাসান মুন্না, মোঃ বদরুজ্জামান, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ জাবের, মোঃ মফিজুল ইসলাম লাবু, মোঃ রিপন হোসেন, মোঃ আনোয়ার হোসেন, যুব নেতা মাওলানা হাবিবুল্লাহ, মোঃ মাহমুদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ কামাল হোসেন, মোহাম্মদ আল-আমিন ইসলামী ছাত্র আন্দোলনের সদর থানা সভাপতি মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ তৌফিকুল ইসলাম রাজ, মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ ফাহিমুর রহমান, মোঃ নুরুল করিম প্রমূখ নেতৃবৃন্দ।  ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া কামনা করা হয়।
ঊআ-বিএস