UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা আরজুর ইন্তেকালে নেতৃবৃন্দের শোক

koushikkln
ডিসেম্বর ৪, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আরজুল ইসলাম আরজু (৭০) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার (৪ ডিসেম্বর) ভোর পাঁচটায় নামাজের উদ্দেশ্যে ওযুরত অবস্থায় স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা রবিবার বাদ যোহর শেখপাড়া আস্তানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। মরহুমের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা  তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  মিজানুর রহমান মিজান, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কামরুল ইসলাম বাবলু, শেখ মোশাররফ হোসেন, সিদ্দিকুর রহমান বুলূ বিশ^াস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর শেখ গাউসুল আযম, মো. আশরাফ উজ জামান, কাউন্সিলল শেখ মোহাম্মদ আলী, মীর বরকত আলী, আমির হোসেন, চ. ম মুজিবর রহমান, শেখ আবিদ উল্লাহ, ফেরদৌস হোসেন লাবু, জাহিদুল হক, মীর মো. লিটন, মো. মোক্তার হোসেন, মো. রুহুল আমিন খান, আকবর আলী মাতব্বর, তোতা মিয়া ব্যাপারি, শেখ আবুল বাশার, আলমগীর মল্লিক, মশিউর রহমান মশি, মো. বাদশা হাওলাদার, মো. আবুল হোসেন মাষ্টার, মো. আব্দুল হাই মাতুব্বর, মো. নুর ইসলাম মুন্সি, মোহাম্মদ হোসেন চৌধুরী, সরদার কাওসার আলী, মো. আব্দুর রশীদসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরজুল ইসলাম আরজু শেখ পাড়া আস্তানা জামে মসজিদ কমিটির সহ-সভাপতি, বিদ্যুতের প্রথম শ্রেণির একজন ঠিকাদার ছিলেন। তিনি মহানগর নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা অর্থ সচিব ছিলেন। এছাড়া তিনি সমাজের বিভিন্ন সামাজিক কর্মকা-ের সাথে জাড়িত ছিলেন।

এদিকে আরজুল ইসলাম আরজুর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।