UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বব্যাংক ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশকে

ঊষার আলো
মে ২১, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বব্যাংক ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২০ মে) এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এ দেশের দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিদেশ ফেরত শ্রমিকসহ তরুণ ও নারীদের কর্মদক্ষতা বাড়িয়ে শ্রমবাজারে সম্পৃক্ত করতে প্রতিষ্ঠানটি পৃথক দুটি প্রকল্পে এ ঋণ দিচ্ছে। বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই ঋণের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র-সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশ ফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবে।
এতে বলা হয়েছে, উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্পে মোট ঋণের অর্ধেক ৩০ কোটি ডলার ব্যয় করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ২০টি জেলায় ৩ হাজার দুইশ’ গ্রামের প্রায় সাড়ে ৭ লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। বাকি ৩০ কোটি ডলার ব্যয় করা হবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লাখের বেশি তরুণ ও বিদেশ ফেরত শ্রমিক ভবিষ্যতের জন্যে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেছেন, করোনায় বাংলাদেশে লাখ-লাখ মানুষ বিশেষ করে তরুণ, নারী শ্রমিক ও বিদেশ ফেরত ব্যক্তিদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্প দু’টির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বাড়ানো এবং সুবিধা বঞ্চিতদের প্রশিক্ষণ দিয়ে তাদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্যে প্রস্তুত করা হবে।

(ঊষার আলো-এমএনএস)