UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের রিজওয়ান

usharalodesk
আগস্ট ১, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

বছর শেষ হতে এখনও ৫ মাস বাকি। তার আগেই ক্রিকেটের এ খুদে সংস্করণে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

এ বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত ৭মাস ১৪ ইনিংস খেলেছেন রিজওয়ান। ১৪০+ স্ট্রাইকরেটে সংগ্রহ করেছেন ৭৫২ রান। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

এর আগে, এই রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের। ২০১৯ সালে ২০ ইনিংসে আটটি ফিফটিতে ৭৪৮ সংগ্রহ করেছিলেন স্টারলিং। টি-টোয়েন্টিতে বর্ষপঞ্জিতে এত রান ছিল না কারও।

তবে শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলার পর মাত্র ১৪ ইনিংসেই স্টারলিংয়ের রেকর্ড নিজের করে নিলেন রিজওয়ান। ১৪ ইনিংসে যথাক্রমে- ১০৪*, ৫১, ৪২, ৭৪*, ০, ৭৩*, ০, ৮২*, ১৩, ৯১* ৬৩, ৩৭, ৭৬* ও ৪৬ রান করেছেন রিজওয়ান।

(ঊষার আলো-আরএম)