UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার

usharalodesk
মে ১৭, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগামার কে জানেন? তার বয়স মাত্র ৬ বছর নাম আরহাম ওম তালসানিয়া। দ্বিতীয় শ্রেণির ছাত্র সে। ভারতের গুজরাটের আহমেদাবাদে এই বালকের বাড়ি। পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছিল এই বালক। যার কারণে খুদে এই শিক্ষার্থীর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। ভবিষ্যতে একজন উদ্যোক্তা হতে চায় আরহাম ওম তালসানিয়া। জানা যায় আরহাম ওম তালসানিয়া ভারতের পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষায় পাস করার পরই বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার প্রোগামার হিসেবে নাম ওঠে তার। একটি বার্তা সংস্থাকে এক সাক্ষাৎকারে আরহাম নিজেই জানায়, কী করে এমন অসাধ্য সাধন করেছে। সে জানায়, ‘আমার বাবা আমাকে কোডিং শিখায়। ২ বছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। ৩ বছর বয়সে আমার আইওএস ও উইন্ডোজ গ্যাজেট ছিল। পরে জানতে পারি যে, আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকেন।’

তার বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নেয় আরহাম। এরপর নিজেই ছোট-খাট গেম বানানো শুরু করে। এরপর নিজের কাজ বিভিন্ন সংস্থার কাছে পাঠায় সে। কয়েক মাস পরেই পাইথনের পক্ষ হতে আরহামের ওই কাজকে স্বীকৃতি দেওয়া হয়। তারপরই রেকর্ড বুকে নাম উঠে তার। নিজের ছেলের এই সাফল্যে খুশি বাবা ওম তালসানিয়াও। তিনি জানান, ‘ছোটবেলা হতেই গ্যাজেটের প্রতি ওর আকর্ষণ ছিল। আমি ওকে প্রথমে প্রাথমিক কিছু কোডিং শিখিয়েছিলাম। তার সাহায্যে নিজেই ছোট ছোট গেম বানিয়ে খেলত আরহাম।’

(ঊষার আলো-এফএসপি)