UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সেরা ১শ’ বিমানবন্দরের তালিকায় ঠাঁই নেই বাংলাদেশের

usharalodesk
সেপ্টেম্বর ১১, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় বাংলাদেশের কোনো বিমানবন্দরের জায়গা হয়নি। যাত্রীদের সন্তুষ্টির ভিত্তিতে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স।

সম্প্রতি প্রকাশ করেছে ২০২১ সালে সেরা বিমানবন্দরগুলোর তালিকা। এতে প্রধান্য ধরে রেখেছে এশিয়া ও ইউরোপ। বিশ্বসেরার এ তালিকায় ভারতের চারটি বিমানবন্দর রয়েছে, নাম রয়েছে ভুটানেরও। কিন্তু সেরা একশতে বাংলাদেশের কোনো বিমানবন্দরের জায়গা হয়নি। এশিয়া ও দক্ষিণ-মধ্য এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের মধ্যেও নাম নেই বাংলাদেশের।

জানা গেছে, ১৯৯৯ সাল থেকে যাত্রীদের পছন্দের ভিত্তিতে সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে আসছে স্কাইট্র্যাক্স। করোনার কারণে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে সংকট সত্ত্বেও আগস্টে ২২ তম তালিকা প্রকাশ করেছে তারা।

(ঊষার আলো-আরএম)