UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব রেকর্ড : এক আংটিতে ২৪ হাজার ৬৭৯ হীরা

pial
জুলাই ২১, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা তৈরি বিভিন্ন রেকর্ড নিয়মিত স্থান পেয়ে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। আর এবার এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে ভারতের কেরালাভিত্তিক এসডব্লিউএ ডায়মন্ডস।

এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানিয়েছে, কীভাবে তারা ‌‌‌‌এক রিংয়ে সবচেয়ে বেশি হীরা সেট করেছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গত ৫ মে কেরালার কারাথোডের সংস্থাটি এ রেকর্ডটি অর্জন করে।

মাশরুম থিমযুক্ত এই আংটির নাম ‘অমি’। আর এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে। মাশরুম ‘অমরত্ব’ ও ‘দীর্ঘায়ু’কে প্রতিনিধিত্ব করে। আর অমি সংস্কৃতিতে অমরত্বকে বোঝায়।জানায়, এই আংটিটি তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকের দৃষ্টি আকর্ষণের জন্য তৈরি করা হয়েছিল।

সংস্থাটি আরও জানায়, এই আংটির ওজন ৩৪০ গ্রাম ও দাম প্রায় ৯৫,২৪৩ ডলার।

সূত্র : হিন্দুস্তান টাইমস

(ঊষার আলো-এফএসপি)