UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের দাওয়াত না পাওয়ায় বরকে পেটালেন বন্ধু

usharalodesk
অক্টোবর ১১, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ধরুণ বন্ধুর বিয়েতে দাওয়াত পাননি, তাহলে আর কী করবেন? হয়তো দুঃখ পেয়ে চুপ থাকবেন বা বড়জোর সরাসরি বন্ধুর কাছে জানতে চাইবেন।

কিন্তু ভারতের মধ্যপ্রদেশের বিন্দ জেলায় বিয়ের দাওয়াত না পাওয়ায় বরকে পিটিয়েছেন তারই এক বন্ধু। সম্প্রতি দেহাত থানায় এমনই অভিযোগ করেছেন ভিকটিম। নরেন্দ্র কুশ্বাহা নামের ওই বন্ধুর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

দেহাত থানার প্রধান কনস্টেবল রাধেশ্যাম শর্মা সংবাদ সংস্থা পিটিআই-কে জানান যে, ২২ বছর বয়সী ভিকটিম অভিযোগ করেন, নরেন্দ্র কুশ্বাহা দাওয়াত না পাওয়ায় রেগে গিয়ে তাকে মারধর করেছে।

জানা যায়, করোনা মহামারির ফলে শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের কাজ সম্পন্ন করেছেন ভিকটিম। আর বিষয়টি বন্ধুকে জানিয়েছেন তিনি। তবে এটি মানতে নারাজ নরেন্দ্র কুশ্বাহা। তারপর রেগে গিয়ে মারধর শুরু করেন। এবং পরে ভিকটিমের কাছে মদ পানের জন্য ৫০০ রুপি দাবি করেন। তবে বর তাকে ১০০ রুপি দিলে আবারো মারতে থাকেন।

পরে কোনো রকমে সেই স্থান থেকে পালাতে পেরেছেন ভিকটিম। এরপেই থানায় গিয়ে অভিযোগ করেন। তার চোখ ও শরীরের অন্য স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ।

(ঊষার আলো-এফএসপি)