ঊষার আলো ডেস্ক : নগরীর ইসলামপুর রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. নাজির মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। ২০ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
সোমবার (২১ নভেম্বর) আছর বাদ ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন কাজীর মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকশ দল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।