UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার থেকে খুলনার ১৮ টি রুটে চলবে পরিবহন ধর্মঘট

pial
মে ৩১, ২০২২ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন সহ বিভিন্ন অবৈধ যানবাহন বন্ধের দাবিতে ১ জুন থেকে খুলনা থেকে ১৮ টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সকল বাস মালিক এবং শ্রমিকরা।

খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা এই তথ্য নিশ্চিত করে জানান, মহাসড়কে নসিমন-করিমন সহ অবৈধ যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা যেমন বেড়েছে, তেমনি বাসের যাত্রীও কমেছে। দীর্ঘদিন ধরেই মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নছিমন, করিমন সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি করে আসছি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে এ অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিকরা অনেকদিন ধরে সাংগঠনিকভাবে প্রতিবাদ এবং আন্দোলন করে আসছে।

সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য সোমবার (৩০ মে) পর্যন্ত প্রশাসনকে সময় দেওয়া হয়েছিল। কিন্তু দাবি আদায় না হওয়ায় ১ জুন থেকে খুলনা-ঢাকা, খুলনা-মাওয়া, খুলনা-বাগেরহাট, খুলনা-যশোর, খুলনা-কুষ্টিয়া, খুলনা-সাতক্ষীরা, খুলনা-পাইকগাছা, গোপালগঞ্জ, মাদারীপুরসহ এই ১৮ টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধ থাকবে।

(ঊষার আলো-এসএইস)