UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের কারণ জানালেন মঈন খান

usharalodesk
এপ্রিল ৩, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান ছাত্র রাজনীতির যে অবক্ষয় তা থেকে বাঁচার জন্য বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

বুধবার সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের ভাসানটেকের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেখানে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছেন, সেখানে জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ।

স্থানীয় পর্যায়েও আওয়ামী লীগ সংঘাতের রাজনীতি ছড়িয়ে দিয়েছে মন্তব্য করে মঈন খান বলেন, শুধু উপজেলা নির্বাচন নয়, চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে।

বুলেটের জোরে সরকার ক্ষমতায় আছে অভিযোগ করে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক জানান, লগি বৈঠা নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি।

ঊষার আলো-এসএ