ঊষার আলো ডেস্ক : বুলগেরিয়ার ড্রায়ানোভো শহরের বাচো কিরো গুহায় পাওয়া গেছে মানবজাতির অতিপ্রাচীন দেহাবশেষ। ওই অবশেষের ডিএনএ টেস্ট করে দেখা গেছে, তা ৪৫ হাজার বছর আগের কোনো মানুষের!
বিজ্ঞানীরা জনায়, এই অবশেষ পরীক্ষা করে জানা যায় এর মধ্যে রয়েছে নারী এবং পুরুষ উভয়ের নিদর্শন। এটির মধ্যে রয়েছে ৩ পুরুষের দেহাংশ যা ৪৫,০০০ বছরের পুরনো। সাথে পাওয়া যায় এক নারীর দেহাংশও। কিন্তু তা ৩৫,০০০ বছরের পুরনো।
তবে ধারণা করা হয় হোমো সেপিয়েন্স এই গ্রহে প্রথম এসেছিল তিন লাখ বছর আগে। কিন্তু এটি একটি ধারণা মাত্র কোনো প্রমাণ না। পরে সেখান থেকে হোমো সেপিয়েন্স অন্যত্র ছড়িয়ে পড়ে। তবে এখানে নিয়ান্ডার্থাল গোষ্ঠীর মানবজাতি সাথে হোমো সেপিয়েন্সের একটি তুল্যমূল্য আলোচনার অবকাশও তৈরি হয়ে যায়।
এ গ্রহ হতে প্রায় ৪০,০০০ বছর আগেই মুছে গিয়েছে নিয়ান্ডার্থাল গোষ্ঠীর রাজত্ব। এরপরে ক্রমে ক্রমে শুরু হয় হোমো সেপিয়েন্সদের পর্ব।
(ঊষার আলো-এফএসপি)