UsharAlo logo
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেতাগা সর্বজনীন শ্রী-শ্রী গোবিন্দ মন্দিরের নতুন কমিটির পরিচিতি সভা ও সুধী সমাবেশ

usharalodesk
জানুয়ারি ৬, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন সর্বজনীন শ্রী-শ্রী গোবিন্দ মন্দিরের নব গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বেতাগা ইউনিয়নের শ্রী-শ্রী গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানিত অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন, এমইউসি ফুডস লি; এর এমডি অভি সরকার, ট্রেড কম ইন্টারন্যাশনালের পরিচালক কল্লোল সাহা, ১নং বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ, খুবি প্রফেসর ড. শ্রী রামেশ্বর দেবনাথ, শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য ও খুলনা মহানগর পূজা উদযাপন পরষদের সাধারন সম্পাদক প্রশান্ত কুন্ডু, আদিয়ান এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক ডা. প্রতীক কান্তি রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফকিরহাট উপজেলা সভাপতি মুরারী মোহন পাল, জমজম প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর পরিচালক ওয়াহিদুল ইসলাম ও আকাশ ইকবাল, স্মৃতি রানী সরকার, খুলনা মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবু এবং দৈনিক প্রবাহের সহকারী সম্পাদক সাংবাদিক বিমল সাহা।

সভাপতিত্ব করেন মন্দির কার্যনির্বাহী কমিটির সভাপতি শ্রী অনিমেষ কান্তি নন্দী। সঞ্চালনা করেন মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দাশ শিশির কুমার।