UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেতিয়ারা শহীদ দিবস উপলক্ষে সিপিবি’র আলোচনা সভা

koushikkln
নভেম্বর ১১, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেতিয়ারা শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর শাখার উদ্যোগে শুক্রবার ১১ নভেম্বর ’২২ সকাল সাড়ে ১০টায় পার্টির কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সিপিবি খুলনা মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে বেতিয়ারা শহীদদের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনপূর্বক ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিপিবি জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদকমÐলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, মহানগর সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কমরেড মোঃ বাবুল হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক কমরেড সঞ্জয় সাহা, খালিশপুর থানা সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড ফজলুল হক, কমরেড জাকির হোসেন, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, মৌফারশের আলম লেনিন, প্রভাষক রামপ্রসাদ রায়, শাখাওয়াৎ হোসেন বিপ্লব, হরষিৎ মÐল, মিঠুন মÐল, উজ্জ্বল বিশ্বাস, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, প্রভাষক মোঃ শাহীন মোল্লা, মোঃ নুরুজ্জামান, হাফিজুল ইসলাম, আকবর হোসেন, নৃপম মÐল, ছাত্রনেতা সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, অর্চিষ্মান দেবনাথ, প্রীতম সরদ্দার, গাজী মুনতাসির রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে ভারতের আসামে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের ৩৮ জনের একটি বিশেষ গেরিলাবাহিনী ১১ নভেম্বর কুমিল্লার বেতিয়ায় প্রবেশের সময় ওঁৎপেতে থাকা পাকবাহিনীর অতর্কিত হামলায় নিজাম উদ্দিন আজাদ, সিরাজুম মনির জাহাঙ্গীর, আব্দুল কাদের, বশিরুল ইসলাম, শহীদুল্লাহ্ সাউদ, আব্দুল কায়ুম, আওলাদ হোসেন, মোঃ শফিউল্লাহ্-সহ ৯ জন শহীদ হন। বক্তারা আজকের এ দিনে সেইসব আত্মত্যাগী শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।