UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি পাটকল শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা

koushikkln
এপ্রিল ১, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা: বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের এক জরুরী সভা শুক্রবার (০১ এপ্রিল) সন্ধ্য়ায় গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয় । সভা থেকে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয় ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২ এপ্রিল শনিবার সকাল ১১ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে জনপ্রতিনিধিদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা এবং আগামি ২ এপ্রিল রবিবার সকাল ১১ টায় খুলনার রুপসাস্থ বিভাগীয় শ্রম পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান ।

ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আসহাব উদ্দিন, নিজামউদ্দিন, কাবিল হোসেন, কেসমত আলী, আলাউদ্দিন, আবু তালেব প্রমুখ ।

সভায় ব্যক্তি মালিকানাধীন শ্রমিকদের বর্তমান বাজার দর ও ২৭‘শ টাকা মজুরি স্কেল অনুযায়ী নায্য মজুরি প্রদান, শ্রম আইন অনুযায়ী মুজুরি ও অধিকার প্রদান, বন্ধ মিল কারখানা চালু, শ্রমিককের সকল বকেয়া পাওনা পরিশোধ ও শ্রমিক নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয় ।