UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

৩ দিনের কর্মসূচি ঘোষনা

বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দের এক জরুরী মতবিনিময় সভা গতকাল সন্ধায় গাফফারফুড মোড়স্থ ফেডারেশনের অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ও ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, মোঃ মজিবর প্রমুখ।

 

মতবিনিময় সভা থেকে শ্রমিকদের ন্যায় সংগত দাবি আদায়ের লক্ষে ফেডারেশন ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ২৪ জানুয়ারী বুধবার বিকাল ৩ টায় এ্যাজাক্স শ্রমিক ক্লাবে মতবিনিময় সভা, ২৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় সোনালী জুট মিল গেটে শ্রমিক জনসভা ও ২৯ জানুয়ারী সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষনা করেন শ্রমিক নেতারা।