UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারী পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের জনসভা 

koushikkln
ডিসেম্বর ৯, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : খুলনার আটরা, শিরোমণি ও মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন , এ্যাজাক্স, সোনালী, জুট স্পিনার্স ও আফিলসহ সকল জুট মিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশোধ ও সম কাজে সম মুজুরীসহ ৬ দফা দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অনান্য দাবির মধ্যে রয়েছে,  ২০০৬ সালের শ্রমআইন কার্যকরি করা, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, শ্রমিকদের স্থায়ীকরণ করা , পিএফ গ্রাইচুটিসহ যাবতীয় ছুটি কার্যকর , জাতীয় নি¤œতম মুজুরী কমিশন গঠন, মুল মুজুরি ১০ হাজার টাকা নির্ধারণ, ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক বেসরকারী জুট মিল পরিচালনা প্রভৃতি। শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে ও শ্রম আইন মোতাবেক আফিল ও জুট স্পিনার্স শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে জোরপুর্বক শ্রমিকদের সাক্ষর রাখার প্রতিবাদে এবং হুগলী বিস্কুট কোম্পানীর বকেয়া পাওনা পরিশোধ না করে ও কোম্পানী কিভাবে চালু করবে সে আলোচনাও না করে, গোপনে বহিরাগত কিছু শ্রমিকদের নিয়ে মালিকপক্ষ হুগলী বিস্কুট কোম্পানীটি চালু করার পায়তারার প্রতিবাদে, এছাড়া মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের এক কালীন পাওনা পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করে।

বন্ধকৃত ব্যক্তি মালিকানাধীন সকল জুট মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি

বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি নং-১০) এর উদ্যোগে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় সোনালী জুট মিলস্ গেটে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল শেখ এর পরিচালনায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, লিয়াকত মুন্সি, মহসেন জুট মিলের মোঃ আমির মুন্সি, আফিল জুট মিলের শ্রমিক নেতা মোঃ নিজাম উদ্দিন, রেজাউল ফারুক হাবিব, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা মোঃ আঃ ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতববর, এম এ ওয়াহিদ মুরাদ, মোঃ আঃ ওয়াদুদ শরিফ, শেখ ইলিয়াস হোসেন, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শহিদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, মোঃ আলাউদ্দিন , মোঃ জাহাঙ্গির হোসেন, মোঃ মুজিবর হোসেন, হুগলী বিস্কুট কোম্পানীর সিবিএ’র সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ ইয়াছিন আলী, সোনালী জুট মিলের শ্রমিক নেতা মোঃ সেকেন্দার শেখ, মোঃ বিল্লাল শেখ, মুন্সি আবুল কাশেম সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াসসহ বিভিন্ন জুট মিলের সিবিএ নন সিবিএ নেতৃবৃন্দ ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিকাল ৪ টায় গাফফারফুড মোড়ে বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদেরকে সংবর্ধনা ও সন্মাননা দেওয়ার কর্মসূচি ঘোষনা করা হয়। ঐদিন আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।