UsharAlo logo
রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধীর যুগ্ম-আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলকে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার আহ্বায়ক রাশেদ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।রিজভীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রিজভী বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে না জানিয়ে আওয়ামী লীগের লোকদের নিয়ে ঈদসামগ্রী বিতরণ করেছেন। এ নিয়ে কথা বলায় অসদাচরণের অভিযোগে শোকজ করা হয়েছে।’

গত ২৯ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কমিটির হোয়াটস অ্যাপ গ্রুপে অন্য এক সদস্যকে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহসহ অন্যদের ওপর হামলার উস্কানি দেয় রিজভী।

এছাড়াও তার বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ যশোরের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।

ঊষার আলো-এসএ