উষার আলো প্রতিবেদক : ব্যতিক্রমভাবে বিদায় জানানো হলো খুলনা জেলা থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল মোঃ আব্দুল হামিদকে। সুসজ্জিত গাড়িতে করে তাকে বিদায় জানিয়েছে জেলা পুলিশ।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, আমাদের একজন সহকর্মী তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে কাজ করেছেন। তার সততা ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই আয়োজন করেছি।
পুলিশ কনষ্টেবল আব্দুল হামিদ জেলার রূপসা থানার আইচগাতি পুলিশ ক্যাম্পে সর্বশেষ কর্মরত ছিলেন। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৪২ বছর তিনি নিষ্ঠা ও সততার সাথে তার দায়িত্ব পালন করে বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) অবসরে গেলেন।
বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) সকালে খুলনার বয়রা পুলিশ লাইনে এ আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচেতন নাগরিক সমাজ পুলিশের এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনাকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন পুলিশের এ ধরণের কার্যক্রম তাদের বিদায়ী কর্মকর্তাদের উৎসাহিত ও অনুপ্রানিত করবে।
(ঊষার আলো-এমএনএস)