ঊষার আলো ডেস্ক : রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, খুলনা জেলার উপদেষ্টা জনার্দন দত্ত নাণ্টু, আব্দুল করিম, কোহিনুর আক্তার কণা, আলমগীর হোসেন বাবু, সংগঠক ইলিয়াস আকন, আব্দুল হাই, কামরুল ইসলাম, শেখ শহীদুল হক, শহিদুল সিকদার মনির, হারুন-উর রশীদ, আজাহারুল ইসলাম, কবিরুল ইসলাম, মোঃ সাইফুল, বাবুল, শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান বন্ধের স্বৈরাচারী এবং শ্রমজীবী মানুষকে কর্মহীন করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বে করোনা মহামারীতে জীবন-জীবিকা হুমকীর সম্মুখীন হয়েছে। বাংলাদেশের প্রায় ৮ কোটি মানুষ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে; এর মধ্যে বেকার, কর্মহীন ও অপ্রাতিষ্ঠানিক ৫ কোটি ১৭ লাখ শ্রমজীবী রয়েছে। এমতাবস্থায় দেশের জনগণের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তার কথা না ভেবে রিকশা ও ভ্যান শ্রমিকদের কর্মহীন করার সিদ্ধান্ত সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বিকল্প কর্মসংস্থান ছাড়া রিকশা, ব্যাটারী রিকশা, ইজিবাইক উচ্ছেদ ও হয়রাণি বন্ধ করা, প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করা, বিশেষজ্ঞ নিয়োগ করে ব্যাটারি চালিত রিকশার যথোপযুক্ত নকশা এবং নিরাপদ ব্রেক পদ্ধতি নিশ্চিত করা, সড়ক ও মহাসড়কে রিকশা-ইজিবাইকসহ স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন, সার্ভিস রোড, নির্মাণসহ পুলিশী হয়রাণি-নির্যাতন বন্ধ ও সর্বত্র তোলাবাজি-চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে। নেতৃবৃন্দ আরও বলেন, এই সেক্টরের সাথে জড়িত ৫০ লাখ চালক ও তাদের পরিবারের আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। দেশের অর্থনীতিতে এই শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু শ্রমজীবী মানুষের রুটিরুজির বন্ধের এই অন্যায় সিদ্ধান্ত সারা দেশের শ্রমিকরা মেনে নেবে না। অবিলম্বে সমস্যা সমাধানে পরিবহণ বন্ধ না করে আলোচনা ও বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে ব্যাটারি রিকশা ও ভ্যানের সংস্কারের দাবি জানান। এছাড়া আগামী ২২ জুন থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনে রিকশা ও ভ্যান শ্রমিকদের পর্যাপ্ত খাদ্য সহায়তার দাবি জানান প্রশানের কাছে।