UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে জাপার আরেক টিম

ঊষার আলো
জানুয়ারি ২৪, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী অ্যাড. মো. আব্দুল হামিদ ভাসানীর পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিতে জাতীয় পার্টির (জাপা) আরেকটি টিম মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রওনা হয়েছে।মঙ্গলবার দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জাপার এই টিমে রয়েছেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা নোমান মিয়া, যুগ্ম মহাসচিব সাবেক ছাত্র ও যুবনেতা ফকরুল আহসান শাহজাদা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান প্রমুখ।এর আগে সোমবারও (২৩ জানুয়ারি) কেন্দ্রীয় নেতারা ওই আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।

ঊষার আলো-এসএ