UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভরিতে স্বর্ণের দাম কমলো ১৫শ’ টাকা

usharalodesk
মার্চ ৩, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : স্বর্ণের দাম দেশের বাজারে ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমেছে। এতে করে ২২ ক্যারেটের প্রতি ভরির সর্বোচ্চ দাম ৭১ হাজার ১৫০ টাকা দাড়িয়েছে। কিন্তু এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে ।
আজ (৩ মার্চ) হতে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে।
মঙ্গলবার (২ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। নানান জটিল সমীকরণে এখনও বিশ্ব বাজার অস্থির। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। সেজন্য দেশের জুয়েলারির বাজারে অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্ত করে চলতি বছরে দ্বিতীয়বারের মতো প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেস বাজুস। এদিকে অপরিবর্তিত থাকবে রূপার দাম।
নতুন নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেটের দাম ৬৮ হাজার টাকা, ১৮ ক্যারেটের দাম ৫৯ হাজার ২৫৩ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম ৮ হাজার ৯৩০ টাকা। অপরদিকে, ২২ ক্যারেটের ভরি প্রতি রূপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট রূপার মুল্য ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট মূল্য এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

 

 

(ঊষার আলো-আরএম)