UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে ১৫ মিলিয়ন ডলার সাহায্য করল ‘টুইটার’

ঊষার আলো
মে ১২, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতের পাশে এল টুইটার। একে ঠেকাতে ভারতকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করল জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট।

সংস্থার সিইও জ্যাক প্যাট্রিক ডোরসি সোমবার এক টুইটে জানান, এই আর্থিক সাহায্যের পুরোটাই ৩টি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হয়েছে। এক সংস্থাকে ১০ মিলিয়ন মার্কিন ডলার এবং বাকি ২ সংস্থার এক একটিকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে।

সংস্থাগুলোর পক্ষ থেকে এ সুসংবাদ পেয়ে জানানো হয়, ‘টুইটারের দেওয়া এই অনুদান দিয়ে জীবনদায়ী সরঞ্জাম কেনা হবে এবং তা সরকারি হাসপাতাল ও কোভিড-১৯ কেয়ার সেন্টার এবং হাসপাতালগুলোতে বিতরণ করা হবে।’

অনুদানের আর্থ পেয়ে আরেক সংস্থা জানায়, তারা প্রথম সারির যোদ্ধাদের জন্য পিপিই কিট ও মাস্কসহ অক্সিজেন জোগানের ব্যবস্থা করবে। একই সাথে তারা জনসাধারণের টিকাকরণের জন্য কাজ করবে। অনুদান পেয়ে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম কিনে তা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানায় তৃতীয় স্বেচ্ছাসেবী সংস্থাটি।

(ঊষার আলো-এফএসপি)