UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সবচেয়ে ধনী ভিখারি, মাসিক আয় ৭০ হাজার রুপি

ঊষার আলো
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের একজন ধনী ভিখারির নাম হল ভারত জৈন। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যমগুলো তাকে ভারতের সবচেয়ে ‘ধনী’ ভিখারি তকমা দিয়ে খবর ছেপেছে। ভারত জৈন মূলত মুম্বাইয়ের আজাদ ময়দানে ভিক্ষা করেন। আর তার সম্পত্তির পরিমাণ ২ কোটি রুপির বেশি।

৫০ ঊর্ধ্ব বয়সী ভারতের মাসিক আয় প্রায় ৭৫ হাজার রুপির বেশি। শুধু তাই নয়, ভারতের দু’টি অ্যাপার্টমেন্ট রয়েছে। যার এক একটির দাম প্রায় ৭০ লাখ রুপি। বাবা, দুই ভাই, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভারতের সংসার। ভিক্ষা করা ছাড়াও ভারতের একটি দোকান রয়েছে। ওই দোকান ভাড়া দিয়ে সে মাসে ১০ হাজার রুপি পান।

শুধু ভারতই নন, এই তালিকায় আছেন কলকাতার লক্ষ্মী দাসও। লক্ষ্মী ১৯৬৪ সাল থেকে মাত্র ১৬ বছর বয়স থেকেই ভিক্ষা শুরু করেন। জীবনের প্রায় পঞ্চাশ বছর ভিক্ষা করেই অর্থ সংগ্রহ করেছেন তিনি। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, লক্ষ্মীর মাসিক আয় প্রায় ৩০ হাজার টাকা। সাথে ব্যাঙ্কে বিপুল টাকা গচ্ছিত রয়েছে তার।

(ঊষার আলো-এফএসপি)