UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সোসাইটি অব এক্সটেনসন এডুকেশন ফেলো অ্যাওয়ার্ডে ভূষিত হলেন খুবির শিক্ষক

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ ভারতের ”’Society of Extension Education (SEE) Fellow Award” এ ভূষিত হন। তিনি Teaching, Research and Extension Management in the Field of Agricultural Science এ তাঁর Outstanding Contribution এর জন্য এ Award প্রাপ্ত হন।

ভারতের জয়পুর, রাজস্থানে SEE ও SKNAU Agriculture University এর যৌথ উদ্যোগে গত ১৮-২০ ডিসেম্বর ২০২৩ সময়কালে অনুষ্ঠিত 1st International Extension Education Congress 2023 তাঁকে এ Award দেওয়া হয়। উক্ত Congress Rajasthan Agriculture Research Institute জয়পুর এ অনুষ্ঠিত হয়।

এছাড়াও তিনি তাঁর ”Adoption of Climate Resilient Cropping Pattern for Sustainable Crop Production” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট Thematic Area তে 2nd Best Oral Presentation Award প্রাপ্ত হন।