UsharAlo logo
মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে সব ধর্মের সহাবস্থান চায় ৭৯ শতাংশ জনগণ: সমীক্ষা

usharalodesk
এপ্রিল ১৩, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :ভারতের একটি সংস্থার জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটির ৭৯ শতাংশ জনগণ মনে করেন যে, ভারত শুধু হিন্দুদের নয়, সমানভাবে সব ধর্মের মানুষের।

ভারতের বিখ্যাত দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, দেশটির সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি (সিএসডিএস) লোকনীতি জরিপে এমন ফলাফল দেখা গেছে।

জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটিতে ইভিএম ও নির্বাচন কমিশনের প্রতি আস্থার উদ্বেগজনকভাবে কমেছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৪৮ শতাংশ মনে করে যে, রাম মন্দির নির্মাণ দেশটির হিন্দু সম্প্রদায়কে সুসংহত করবে, যদিও মাত্র ১১ শতাংশ মনে করেন যে ‘ভারত শুধু হিন্দুদের।’

সব ধর্মের সহাবস্থান চান এমন অংশগ্রহণকারীদের ৮৫ শতাংশ শহরের বাসিন্দা এবং ৮৩ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠীদের প্রতিনিধিত্ব করেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৮ শতাংশ মনে করেন, রাম মন্দির তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশ চলতি বছর দেশটিতে অনুষ্ঠিততব্য নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থার অভাব প্রকাশ করেছেন।

প্রায় ৪৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ক্ষমতাসীন বিজেপি ভোটে কারচুপি করতে পারে।

ঊষার আলো-এসএ